আজকে আমাদের আলোচ্য বিষয় Tense.
প্রথমে জেনে নেওয়া যাক Tense শব্দটির বাংলা মানে কি?
উত্তর : Tense শব্দটির বাংলা মানে ক্রিয়ার কাল।
এখন আমরা আলোচনা করব Tense কাকে বলে?
উত্তর বলা যায়, Tense হল verb সেই রূপ বা দ্বারা বলা যায় কোন কাজ অতীতে সম্পন্ন হয়েছে, না বর্তমানে সম্পন্ন হচ্ছে, নাকি ভবিষ্যতে সম্পন্ন হবে।
(Tense is the form in which a verb is used to express when an action is, was, or will be performed.)
অর্থাৎ বোঝা গেল, Tense এর সাহায্যে আমরা কোনো sentence এ কাজ (আরো ভালো করে বলতে গেলে verb) কোন সময়ে ঘটেছে/ ঘটছে / ঘটবে তা জানতে পারি।
এ প্রসঙ্গে একটি কথা বলে রাখা প্রয়োজন : Tense কে বাংলায় ক্রিয়ার কাল বলা হয়।
চলো এবার এই খুব সহজে আলোচনার মাধ্যমে Tense শেখা যাক।
নিচের তিনটি বাক্য খেয়াল করো -
১) আমি স্কুলে গিয়েছিলাম।
২) আমি স্কুলে যাচ্ছি।
৩) আমি স্কুলে যাব।
ভালো করে খেয়াল করো, প্রথম বাক্যে বলা হয়েছে আমি স্কুলে গিয়েছিলাম - আগে কোনো এক সময় স্কুলে গিয়েছিলাম তার কথা বোঝানো হচ্ছে - আজকেও গিয়ে থাকতে পারি, গতকালও গিয়ে থাকতে পারি, ১০ দিন আগেও গিয়ে থাকতে পারে।
দ্বিতীয় বাক্যে বোঝানো হচ্ছে আমি এখন (বর্তমানে) স্কুলে যাচ্ছি।
৩ য় বাক্য দ্বারা বোঝানো হচ্ছে ভবিষ্যতের কথা অর্থাৎ আমি স্কুলে যাব, একটু পরেও যেতে পারি, কালকেও যেতে পারি আবার ১০ দিন পরেও যেতে পারি।
আর একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করো,
৩ টি বাক্যের মধ্যে একটা জায়গায় পার্থক্য রয়েছে।
পার্থক্য যেই শব্দের দ্বারা তৈরি হয়েছে সেগুলি হল যথাক্রমে, গিয়েছিলাম, যাচ্ছি, যাব।
আমরা সকলেই জানি উপরের এই তিনটি শব্দ হলো বাক্যের ক্রিয়া (ইংরেজিতে Verb)।
অতএব, একটা বিষয় ওখান থেকে পরিস্কার হলো - Tense বাক্যে ক্রিয়া বা verb কে নির্ভর করেই গড়ে ওঠে।
আমরা দেখলাম, Tense মূলত তিন ধরনের হয়।
১) পূর্বে কোন কাজ হয়ে গেছে তা বোঝানোর জন্য এক ধরনের Tense
২) এখন কোন কাজ হচ্ছে এরকম বোঝানোর জন্য এক ধরনের Tense
৩) পরে কোন কাজ হবে এরকম বোঝানোর জন্য এক ধরনের Tense
প্রথম ধরনের Tense কে বলা হয় Past Tense
দ্বিতীয় ধরনের Tense কে বলা হয় Present Tense
এবং তৃতীয় ধরনের Tense কে বলা হয় Future Tense
তাহলে চলো প্রত্যেকটা Tense এর একটি করে English example দেখে নেওয়া যাক :
Past Tense : I went to school.
Present Tense : I am going to school.
Future Tense : I shall go to school.

0 Comments